তোমার জন্য

বৃষ্টি (আগষ্ট ২০১২)

তানি হক
  • ৬১
  • ৪৮
জীবন পৃথিবীর জমিন যে আজ ধূ ধূ মরু-প্রান্তর;
আদরে লালিত সুখের শিরা উপশিরা গুলো শুষ্ক রুক্ষ ;
নির্জীব খসখসে উত্তপ্ত বালু কণা বুকে সাজায় কষ্টের বাসর ;
চোখের পাপড়ি বেয়ে ঝরে পরে সারাক্ষণ অশ্রুর জীবন্ত ক্যাকটাস;
দিগন্তের রেখা জুড়ে বয়ে চলে প্রখর তাপের কর্কশ ধুলো ঝড়...।

ওহ! বৃষ্টি... তোমার জন্য আর কত অপেক্ষা !
আর কতকাল সুপ্ত-কামনা মমী হয়ে থাকবে প্রতীক্ষার কফিনে;
তীব্র অভিমানে অবিরত দাউদাউ করবে মনের আগ্নেয়গিরি ;
হাহাকারের ক্লান্ত কণ্ঠস্বর গড়বে তোমার নামের আর কত সুবিশাল পিরামিড;
অসহ্য যন্ত্রণার ভীষণ বন্যায় ডুবে থাকবে সব সুখের উপত্যকা...।

কবে মুষল ধারে ঝরবে বল খটখটে শুকনো তামাটে মরূদ্যানে ;
সুরভিত কোমল সৌরভে ভরিয়ে তুলবে নিঃশ্বাসের কাঁতর প্রাণ;
আঁখি কোনে ভেসে বেড়াবে উল্লাসিত সবুজ শ্যাওলারা ;
স্বপ্ন কাননে ঝোরে যাওয়া বিবর্ণ কচি পাতারা হয়ে উঠবে সবুজাভ;
তোমার স্পর্শে সীমানা জুড়ে নতুন করে জন্ম নেবে সজীব দূর্বা ঘাস;
পোড়া পাথরের খোলস ছেড়ে কলি হয়ে ফুটে উঠবে নিষ্প্রাণ হাসি...।


বাতাসের কানে কানে আর কতবার লিখবো ঠিকানা বিহীন চিঠি আমি ;
শুধু বল!মেঘ প্রজাপতির কোন ডানায় ঘুমিয়ে আছ তুমি ...।
তৃষার্ত অভিমানী এই আত্মা সময়ের সমুদ্রে দেবে আর কত ডুব;
আকাশের অশ্রুকণা! শুনছো কি! আমি তোমার বিহনে ক্লান্ত পরিশ্রান্ত খুব ;

কবে আসবে সেই মধু-ক্ষণ শুনবে হৃদয় তোমার রিমঝিম আগমনী সুর;
সহসা তোমার ছায়া দুলে উঠে! তুমি কোথায় রয়েছ ..আর....কত দূর....!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শান্ত চৌধুরী চমৎকার লিখেছেন
সৈয়দ আহমেদ হাবিব আপনাকে একবার পড়ে বুঝবে সেই মিথ্যা বলতে পারবনা, ফাঁকে ফাঁকে সময় হরে ঘুরে যাব, বৃষ্টি আহ্বান কররে ইশারা দেয়া হয়েছে একটু গুছিয়ে আসো ডেকেছি বলে যে এক্ষুনি চলে আসবে তাতো নয়, তোমার জন্য আমার মনেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে এমন একটা ধারন নিজ থেকেই করে বিদায় নিলাম আপাতত, আর কথাগুলো হয়তো আপনার কবিতার ব্যাখ্যা নয় তবে কবিতা পড়ে এমন একটা অনুভুতি সৃষ্টি হল মনে, হয়তো এটাই আমার কবিতার একটা প্লট আপনারটার কাছ থেকে চুরি করা বা ধার করা, আসলে আমরা সবাইতো চোর, প্রকৃতি ভাল লাগে সেটা লিখি এটাও কি চুরি নয়! তবে পাপ হবেনা নিশ্চয় ...............
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার কবিতায় আপনার উপস্থিতি ... আমার জন্য অনেক অনেক প্রেরণার :) শুভেচ্ছা জানবেন
এফ, আই , জুয়েল # হৃদয়ের গভীর ভাবকে তুলে আনার প্রানান্তকর প্রচেষ্টা------ মনের কষ্টের সাথে মিশে একাকার হয়ে ---রিনিঝিনি নুপূরের ছন্দের মত সুন্দর একটি কবিতা । = = তুমি এই কবিতা গুলোর ব্যাখ্যা লেখার চেষ্টা করতে পারো । ঐ লেখাগুলোর শিল্পরুপ অনেক উন্নত হতে পারে ।।
আহমেদ সাবের সুন্দর কবিতা। তবে, কবি আরো সহজ করে বলতে পারতেন কথাগুলো।
শিউলী আক্তার বাতাসের কানে কানে আর কতবার লিখবো ঠিকানা বিহীন চিঠি আমি ; ----- ---- ওয়াও !
মোঃ আক্তারুজ্জামান আর কতকাল সুপ্ত-কামনা মমী হয়ে থাকবে প্রতীক্ষার কফিনে- বাহ খুব সুন্দর!
জাফর পাঠাণ কবিতাটি মনে সিগনেচার রেখে গেলো ।কবি ভাই ভালো আছেন ?
দুরন্ত পাঠক সুন্দর কবিতা, ভালো লাগলো
বশির আহমেদ একটু দেরীতে আসার জন্য দু:খিত । এ সংখ্যায় আমার পাঠ করা কবিতা সমূহের মধ্যে আপনার কবিতাঠি অন্যতম ।

০৯ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪